লাল নটে শাক

লাল নটে শাক

লাল নটে শাক দেখতে টুকটুক লাল হয়। নটে শাকের মতো করেই ভাজতে হয়। বড় বড় পাতাওয়ালা নটে শাকের বদলে ছোট পাতার লাল নটে খেতে ভাল।  এতে কুচো চিংড়ি মাছ ভাজ মিশিয়ে দিলে খেতে খুব সুস্বাদু হয়। চিংড়ি মাছ ভাজা দিলে পোস্ত দেওয়ার দরকার হয় না। যে পরিমাণ শাক ভাজার জন্যে নেওয়া হয় ভাজার পর তা অনেকাংশে কমে যায়। নটে শাক ১/৪ ভাগ হয়ে যায়। সেই বুঝে নুন ও ঝাল দেওয়া ভাল, নাহলে রান্নায় নুন, ঝাল ইত্যাদি বেশি হয়ে যেতে পারে।