এঁচোড়ের ডালনা

এঁচোড়ের ডালনা

কাঁচা কাঁঠাল অর্থাৎ এঁচোড় খেতে যত ভাল কিন্তু কোটা তত শক্ত। এঁচোড়ের ওপরের কাঁটা কাঁটা খোসার ঠিক নিচের শক্ত অংশটাই রান্না করা হয়। এবং ভেতরের অংশ যেটা কোঁয়া কোঁয়া থাকে সেটা বাদ দিতে হয়। কচি বিচিও তরকারিতে দেওয়া যায়। এঁচোড় কোটার আগে বঁটিতে ভাল করে  তেল মাখিয়ে নিতে হবে আর যে পাত্রে এঁচোড় কুটে রাখা হবে তাতে জল দিয়ে তার ওপর কিছুটা তেল দিতে হবে যাতে তেলটা সারা পাত্রের ওপর ভেসে বেড়ায়। প্রথম ওপরের শক্ত খোসা ছাড়াতে বেশ ধারাল বঁটির দরকার হয় অনেকে তাই বাজার থেকেই খোসা কাটিয়ে আনেন তবে তাতে অনেক সারাংশ নষ্ট হয় কারণ দোকানি অত যত্ন করে  কাটে না। খোসা ফেলার পর খোসার নিচেই যে অংশ থাকে সেটা আলাদা করে  নিয়ে ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে জলে ফেলে রাখতে হবে।

এঁচোড়ের বিচি যখন বড় আর শক্ত হয়ে যায় তখন সেটা এঁচোড়ের তরকারিতে না দিয়ে চচ্চড়ি, শুক্ত ইত্যাদিতে ব্যবহার করলে ভাল হয়।

এঁচোড় নিরমিষ বা আমিষ দু ভাবেই রান্না করা যায়। আমিষ রান্না পেঁয়াজ দিয়ে করলে খেতে প্রায় মাংস রান্নার মতো খেতে লাগে।

উপকরণ:- যতটা এঁচোড় কাটা হবে তার অর্ধেক পরিমাণ আলু চৌকো চৌকো করে কেটে নিতে হবে।

মশলা:- হলুদ, লঙ্কা, আদা জিরে নুন, মিষ্টি, গরম মশলা, তেল ও অল্প ঘি (ঘি না দিলেও চলে)

ফোড়নের জন্য চাই আস্ত জিরে এবং ২/৩ টা তেজপাতা।

যদি পেঁয়াজ দিয়ে রান্না করা হয় তখন আলুর অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচো লাগে। পেঁয়াজ বেটেও ব্যবহার করা যায়।

রান্নার প্রণালী:- এঁচোড় সিদ্ধ হতে সময় লাগে তাই এঁচোড়টা আগে প্রেসার কুকারে সিদ্ধ করে  রাখুন। এবার কড়ায় তেল দিয়ে উনুনে চাপিয়ে জিরে ও তেজপাতা ভেজে নিয়ে আলু কড়ায় দিয়ে দিন। আলু একটু ভাজা হলে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো অথবা বাটা, আদা বাটা ও নুন দিয়ে দিন এবং নাড়াচাড়া করে ভাল করে কষে নিন। কষা হয়ে গেলে সিদ্ধ এঁচোড় কড়াতে ঢেলে দিন। পেঁয়াজ দিয়ে রান্না করলে আলুর পরই পেঁয়াজটা দিয়ে ভেজে নেবেন এবং মশলা দিয়ে কষে নিয়ে এঁচোড় সিদ্ধটা কড়ায় দেবেন। এবং এঁচোড় সমেত সব তরকারিটা ভাল করে কষে নিন। কষা হয়ে গেলে জল দিন। শীতের সময় ঘরে টোমেটো থাকলে একটা গোটা টমেটো জল ঢালার পরই দিয়ে দিন এবং সিদ্ধ হতে দিন। টমেটো যদি না থাকে তো সিদ্ধ হওয়ার পর টমেটোর সস্ দিতে পারেন।

সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরও যাতে জল থাকে এই রকম ভাবে জল দেবেন। কারণ ডালনা খুব শুকনো তরকারি নয় খুব ভাল ভাবে আলু সিদ্ধ হয়ে গেলে মিষ্টি, ঘি এবং গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রাখুন।

এতে কুচো চিংড়ি ভেজে মিশিয়ে দিয়ে খেতে খুব ভাল হয়।