আলুবখরার চাটনি

আলুবখরার চাটনি

উপকরণ: আলুবখরা (মেওয়ার দোকানে পাওয়া যায়) খেজুর, কিস্‌মিস্‌ সমান পরিমাণে। আলুবখরা ভীষণ দামি জিনিস, তাই লোকে খেজুর বেশি দিয়ে রাঁধে। নুন, খুব অল্প হলুদ আর একটু বেশি চিনি। চাটনি বেশ মিষ্টি মিষ্টি হবে। একটু পাঁচফোড়ন, খুব অল্প সরষের তেল।

প্রণালী – আলুবখরা, খেজুর, কিস্‌মিস্‌ সব ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। সরষের তেলে পাঁচফোড়ন দিয়ে ভিজানো আলুবখরা, খেজুর, কিস্‌মিস্‌ কড়ায় ছাড়ুন। অল্প হলুদ, নুন দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে চিনি দিন। ভাল করে ফুটিয়ে, নেড়ে নামান।