কচুর দম

কচুর দম

উপকরণ: কচুর প্রায় সমান আলু নিতে হয়। মশলা: হলুদ, ধনে, জিরে, আদা, লঙ্কা বাটা অথবা গুঁড়ো। তেল, নুন, চিনি, গরম মশলা। ফোড়ন: জিরে, তেজপাতা।

প্রণালী: ওলের ডালনার মতো করে রান্না করতে হয়। এক্ষেত্রে সিদ্ধ করা কচু আলুর সঙ্গে ভেজে নিতে হয়। কারণ এই কচু খুব হড়হড়ে। ভাজলে অত হড়হড়ে থাকে না।