মুলো ছেচঁকি

মুলো ছেচঁকি

এখানে মুলোকে যতটা সরু সরু করে  কাটতে পারা যায় ততটা সরু করে  কেটে সিদ্ধ করে  নিন। এর পর কড়ায় অল্প তেল নিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে সিদ্ধ করা মুলোটা কড়ায় ঢেলে দিন। নুন পরিমাণ মতো, অল্প মিষ্টি ও সরর্ষে বাটা দিয়ে নাড়তে নাড়তে ভাল করে  মিশিয়ে দিন। এই ভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তরকারি বেশ শুকিয়ে আসবে তখন কড়া উনুন থেকে নামিয়ে রাখুন।